রাজ্যে সরকারি চাকরির নোটিস। পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের এই মাসের মধ্যেই আবেদন করতে হবে। কলকাতাতেই চাকরি করতে হবে। জেনে নিন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল
গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট
১টি শূন্যপদেই নিয়োগ করা হচ্ছে
কলকাতা শহরেই নিয়োগ করা হবে
পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে,. এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত বোর্ড থেকে অন্তত অষ্টম শ্রেণি পাশ করা থাকতেই হবে।
আবেদনকারী প্রার্থীদের ১৮-৩৭ বছরের মধ্যে বয়স হতে হবে
আগ্রহী প্রার্থীরা ২৭ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন
অফলাইনেই আবেদন করতে হবে। প্রয়োজনীয় নথি নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
Registrar, West Bengal Nursing Council, Purta Bhavan, 3rd Floor, Room No- 302, DF Block, Salt Lake City, Sec-I, Kolkata-700091