ফের রাজ্যে কর্মসংস্থানের সুযোগ। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC Recruitment 2022 )। রাজ্যে ভেটেনারি অফিসার (Veterinary Officer) পদে নিয়োগ করা হবে। কর্মী নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সরকারের ডিপার্টমেন্ট অফ অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্টের অধীনে।
শূন্য পদ
ভেটেনারি অফিসার পদে মোট ১৫৮টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে সরকারি স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে ভেটেনারি সায়েন্স এন্ড অ্যানিম্যাল হাসবেন্ডারি বিষয়ে ডিগ্রি প্রাপ্ত হতে হবে। এছাড়াও আবেদনকারীর রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে। প্রার্থীকে বাংলা এবং নেপালি পড়তে জানতে হবে।
আরও পড়ুন- ভারতীয় নৌসেনায় নিয়োগ, মহিলারাও আবেদন করতে পারবেন
আবেদনের তারিখ
আগামী ৩০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি ২০২৩ এর মধ্যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-এ শূন্য পদের জন্য আবেদন করা যাবে।
বেতন
ভেটেনারি অফিসার পদে যাদের নিয়োগ করা হবে তাদের বেতন শুরু হবে ৫৬ হাজার ১০০ টাকা থেকে। সর্বোচ্চ বেতন ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা।
বয়স সীমা
আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর। তবে, বিশেষভাবে সক্ষম এবং ইতিমধ্যেই যারা সরকারি কর্মী তাঁদের ক্ষেত্রে ৫ বছর ছাড় দেওয়া হবে।