WBPSC Recruitment 2022: PSC-এ কর্মী নিয়োগ, রসায়নে মাস্টার্স থাকলে এখনই করে ফেলুন আবেদন

Updated : Oct 24, 2022 16:14
|
Editorji News Desk

পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ করবে রাজ্য। একাধিক পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১০টি। রসায়নে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। এই পদে আবেদন করতে গেলে  আর কী কী লাগবে। কত বেতন পাবেন যোগ্য প্রার্থীরা, তা বিস্তারিত জেনে নিন।

আবেদনের শেষ দিন

অনলাইন ও অফলাইন, দুভাবেই আবেদন করা যাবে। অনলাইনে ১১ নভেম্বর আবেদনের শেষ দিন।  ১৪ নভেম্বর পর্যন্ত ব্যাঙ্কের চালান জমা করে অফলাইনে ফর্ম দেওয়া যাবে। কিন্তু তা ১১ নভেম্বরের মধ্যেই ব্যাঙ্ক থেকে তুলে রাখতে হবে। 

পদ

১. সিনিয়র সায়েন্টিফিক অফিসার

২. সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট

৩. ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট

শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা সমমানের ইনস্টিটিউটে রসায়নের মাস্টার্স করা থাকতে হবে

অ্য়ানালিটিক্যাল মেথডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

ল্যাবে কাজ করার অভিজ্ঞতাও থাকতে হবে

বয়সসীমা

অভিজ্ঞতা সহ ৩৬-৪০ বছরের প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন

সিনিয়র সায়েন্টিফিক অফিসারদের ন্যূনতম বেতন ৫৬,১০০ টাকা থেকে শুরু। সর্বাধিক বেতন ১ লক্ষ ৪৪ হাজার ৩০০ টাকা।  

সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট পদে ন্যূনতম বেতন ২৮,৯০০ টাকা। সর্বাধিক বেতন ৭৪,৫০০ টাকা। 

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ন্যূনতম বেতন ২২,৭০০ টাকা। সর্বাধিক বেতন ৫৮,৫০০ টাকা। 

কীভাবে আবেদন


WBPSC সাইটে গিয়ে নোটিফিকেশনে ক্লিক করতে হবে। সেই নোটিফিকেশন অনুযায়ী, পরবর্তী নির্দেশ মেনে আবেদন জমা করতে হবে। অনলাইন, অফলাইন, দুভাবেই আবেদন করা যাবে। 

নোটিফিকেশন দেখতে ক্লিক করুন এখানে

WBPSC JobPSC EXAMVacancy News

Recommended For You

editorji | কেরিয়ার

UIDAI Recruitment News : আধার দফতরে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

editorji | কেরিয়ার

DRDO Recruitment 2024 : ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে চাকরি, মাসিক বেতন শুরু ৩৭ হাজার টাকা থেকে

editorji | কেরিয়ার

Coal India Limited: কোল ইন্ডিয়া লিমিটেডে ইঞ্জিনিয়ার নিয়োগ, GATE পাস করলেই আবেদন

editorji | কেরিয়ার

NFL Recruitment 2024: ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেডে কর্মী নিয়োগ, সর্বাধিক বেতন ১ লক্ষ ৪০ হাজার টাকা

editorji | কেরিয়ার

UBI Recruitment 2024 : ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় চাকরি, রইল আবেদন পদ্ধতি