আগামী দিনে আর দীর্ঘ প্রশ্ন নয়, ওএমআর শিটে(OMR Sheet) পরীক্ষা নেওয়ার কথা ভাবছে এসএসসি কর্তৃপক্ষ। পাশাপাশি, কাউন্সেলিং পর্বেও কিছু পরিবর্তন আনার কথা ভাবা হচ্ছে। সরকারের সবুজ সঙ্কেত পেলেই নতুন নিয়ম কার্যকর হবে, জানিয়েছে কমিশন(School Service Commission)।
শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে স্কুল সার্ভিস কমিশন (WBSSC) তথা রাজ্য সরকার। সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রী পরেশচন্দ্র অধিকারী(Paresh Adhikari)। মামলা চলছে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। এই পরিস্থিতিতে কোণঠাসা কমিশন নিয়োগে স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ গ্রহণ করতে চায়, মত বিশেষজ্ঞদের।
আরও পড়ুন- CBI blocked SSC office internet:এসএসসি অফিসে নেট সংযোগ বন্ধ করল সিবিআই, একাধিক ঘরে তালা
কমিশন সূত্রে খবর, নবম-দশম এবং একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের পরীক্ষা থেকে নিয়োগ পর্ব - পুরো প্রক্রিয়া যাতে স্বচ্ছ এবং স্বল্পমেয়াদি হয়, তার জন্য ভাবনাচিন্তা চলছে। সেখানে প্রথমেই রয়েছে, ওএমআর শিটে পরীক্ষা নেওয়ার বিষয়টি। আর দীর্ঘ উত্তর লেখা নয়, ছোট প্রশ্নমালায় প্রশ্নপত্র সাজাতে চাইছে কমিশন(School Service Commission)।
পাশাপাশি, ওএমআর শিটে স্ক্যানের সুবিধা থাকায় ভুয়ো পরীক্ষার্থীর মতো সমস্যা বা নিয়োগে দুর্নীতির আশঙ্কাও কম হবে বলে দাবি তাঁদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে আসে কাউন্সেলিং পর্ব। তার সময়সীমা যাতে কম করা যায়, এ ব্যাপারেও ভাবনাচিন্তা করেছে এসএসসি(WBSSC)। রয়েছে কাউন্সেলিংয়ের দীর্ঘমেয়াদি পর্বকে কাটছাঁট করার ভাবনাও।