শুক্রবার প্রকাশ পেল টেটের ফল। প্রায় ৫৮ দিনের মাথায় প্রকাশিত হল এই ফলাফল। গত ১১ ডিসেম্বর পরীক্ষার পর থেকেই আশায় দিন গুণছিলেন প্রায় ৭ লক্ষ পরিক্ষার্থী। ১১ ডিসেম্বর পরীক্ষা দেন প্রায় ৬ লক্ষ ২০ হাজার চাকরিপ্রার্থী। তার মধ্যে পাশ করেছেন প্রায় দেড় লক্ষ। এদের মধ্যে মহিলার সংখ্যাটা প্রায় ৭০ হাজার। পুরুষ প্রার্থীর পাশের সংখ্যা প্রায় ৮২ হাজার। অন্যান্য পাশ করেছেন ৬ জন। শুক্রবার বেলা দেড়টা নাগাদ টেটের ফল প্রকাশ করেন পর্ষদ সভাপতি।
পর্ষদ সূত্রে খবর, প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিংহ। তাঁর প্রাপ্ত নম্বর ১৫০-এর মধ্যে ১৩৩। দ্বিতীয় হয়েছেন ৪ মহিলা চাকরিপ্রার্থী। শুক্রবার বেলা ৩টে থেকেই ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। সেখানে ওএমআর বারকোড নম্বর-সহ ফল থাকবে বলেই খবর।
আরও পড়ুন- Gold Price Today: বিয়ের মরশুমে সোনার দামে স্বস্তি, কমেছে রুপোর বাজার দরও