রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের চাইল্ড হোমে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা লাগবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে কর্মী নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। আবেদন করতে কী কী লাগবে, জেনে নিন বিশদে।
পদ
এডুকেটর ও স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হবে। ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার।
শিক্ষাগত যোগ্যতা
আগ্রহী আবেদনকারীকে স্নাতক পাস করতেই হবে। স্পেশাল এডুকেটর পদের জন্য স্পেশাল এডুকেশনে ডিপ্লোমা পাস করতে হবে।
মাসিক বেতন
এডুকেটর পদে মাসিক বেতন ১০ হাজার টাকা। স্পেশাল এডুকেটর পদে প্রার্থীদের মাসিক বেতন ২৩,১৭০ টাকা।
বয়সসীমা
সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর। সর্বাধিক বয়স ৪০ বছর।
আবেদন পদ্ধতি
আবেদন করার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখে নিন। নির্দিষ্ট নথি জমা করতে হবে। বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আবেদন পত্রের সঙ্গে যোগ করে স্ক্যান করতে হবে। এরপর সব নথি nnhsamity@gmail.com-এই ইমেইল অ্যাডড্রেসে সেন্ড করতে হবে। ইন্টারভিউয়ের সময় সব নথি সঙ্গে নিয়ে যেতে হবে।
ইন্টারভিউয়ের দিন
আগামী ১০ সেপ্টেম্বর এডুকেটর পদের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। স্পেশাল এডুকেটর পদের জন্য ইন্টারভিউয়ের তারিখ ৯ সেপ্টেম্বর।
কোথায় ইন্টারভিউ
সিডব্লিউএসএন বয়েস চিল্ড্রেন হোম অফিস, নাকাশিপাড়া, নির্মল হৃদয় সমিতি, নদীয়া, ৭৪১১২৬