রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতরের পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। রাজ্যের যে কোনও জেলার চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা,আবেদন পদ্ধতি, কী কী লাগবে, জেনে নিন বিশদে।
পদ
প্রজেক্ট ম্যানেজার, ডেটা অ্যানালিস্ট, ডেভেলপার, আইটি সাপোর্ট, এই চারটি পদে নিয়োগ করবে রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দফতর।
শূন্যপদ
খাদ্য দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্যপদ ৬টি।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য বি-টেক, এম টেক, কম্পিউটার সায়েন্স, এমসিএ, এমবিএ অথবা সমমর্যাদার কোনও কোর্সে ফাস্ট ক্লাসে পাস করতে হবে।
মাসিক বেতন
প্রজেক্ট ম্যানেজার ও ডাটা অ্য়ানালিস্ট পদের মাসিক বেতন হবে ২ লক্ষ ২৫ হাজার টাকা। ডেভেলপার পদের মাসিক বেতন হয় ৭০ হাজার টাকা। আইটি সাপোর্ট পদে মাসিক বেতন হল ৪০ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। www.food.gov.in-এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। রিক্রুটমেন্ট অপশনে গিয়ে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করতে হবে। বৈধ ফোন নম্বর ব্য়বহার করে আবেদনের পেজটি খুলতে হবে। এই পেজে সব প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে।
নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ মার্কশিট দেখে প্রার্থীদের শর্টলিস্ট করতে হবে। লিখিত পরীক্ষা, কোডিং টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে।
আবেদনের শেষ দিন
এই পদে আবেদনের শেষ দিন ১৭ অগাস্ট, ২০২৪