সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। আরও এক রাজ্য সরকারি অফিসার পদে কর্মী নিয়োগের (West Bengal Food Safety Officer Recruitment 2022) বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এবার কর্মী নিয়োগ করবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর (West Bengal Health Recruitment Board)। পদের নাম ফুড সেফটি অফিসার।
নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড মারফত। পশ্চিমবঙ্গের মোট ২৩ টি জেলা থেকে পুরুষ ও মহিলারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। আবেদন জানানো যাবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
পদের নাম
ফুড সেফটি অফিসার।
শূন্যপদ
ফুড সেফটি অফিসার পদে মোট ২২টি শূন্য পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা
যে কোনও স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে Food Technology/Dairy Technology/Biotechnology/ Oil Technology / Agricultural Science/ Veterinary Sciences/ Bio-Chemistry / Microbiology যে কোনও একটি বিষয়ে স্নাতক পাস করতে হবে। কিংবা কেমিস্ট্রি বা মেডিসিন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। আবেদনকারী প্রার্থীর বাংলা ও অন্যান্য ভাষায় জ্ঞান থাকতে হবে।
মাসিক বেতন
পে লেভেল অনুযায়ী সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ৮০০ টাকা। সর্বোচ্চ বেতন ৯২ হাজার ১০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৩৬ বছর পর্যন্ত। তবে, সংরক্ষিত প্রার্থীরা বেশ কিছুটা বয়সের ছাড় পাবেন।
ফি
প্রার্থীদের অনলাইনে ২১০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া
পশ্চিমবঙ্গ হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhrb.in থেকে অনলাইনে আবেদন করতে হবে।
আরও পড়ুন- DVC-তে ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন লক্ষাধিক
আবেদনের শেষ তারিখ
৩০ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত আবেদন করা যাবে।