রাজ্যে BLRO অফিসে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ। গ্রুপ সি পদে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে। কী কী লাগবে, বিস্তারিত জেনে নিন।
শূন্যপদ
১৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। সর্বাধিক বয়স ৪৫ বছর।
বেতন
এই পদে যোগ্য আবেদনকারীরা ১৬ হাজার টাকা বেতন পাবে।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য স্নাতক হতে হবে। পাশাপাশি MS অফিস ও ইন্টারনেট জানার অভিজ্ঞতাও থাকতে হবে।
নিয়োগস্থল
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি
এই পদে সরাসরি অনলাইনে আবেদন করতে হবে। উত্তর দিনাজপুর জেলায় অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন আগ্রহী আবেদনকারীরা। ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কীভাবে বাছাই
ডাটা এন্ট্রি পদে নিয়োগ করার জন্য লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে প্রার্থীদের। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। MCQ প্রশ্ন থাকবে। জেনারেল নলেজ থেকে ১০ নম্বর, কম্পিউটার থেকে ২০ নম্বরের প্রশ্ন আসবে। লিখিত পরীক্ষায় পাশ করলে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। শেষে থাকবে ১০ নম্বরের ইন্টারভিউ।