জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় রাজ্যে ল্যাবরেটরি টেকনিশিয়ান(Lab Technician Recruitment) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। কীভাবে করবেন আবেদন, যোগ্যতাপর্ব, বেতন সহ যাবতীয় খুঁটিনাটি জানাচ্ছে এডিটরজি বাংলা। আলিপুরদুয়ার(Alipurduar Recruitment) জেলায় হবে এই নিয়োগ।
Lab Technician Recruitment: শূন্যপদ-
মোট ৬টি শূন্যপদে নিয়োগ হবে বলেই খবর।
Lab Technician Recruitment: শিক্ষাগত যোগ্যতা-
যে কোনও স্বীকৃত বোর্ড থেকে Physics, Chemistry, Mathematics বা Bio Science -এ উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া Medical Laboratory Technology -তে ডিপ্লোমা করা থাকতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ক্ষেত্রে দু'বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।
Lab Technician Recruitment: বেতন-
মাস গেলে বেতন মিলবে ২২ হাজার টাকা।
Lab Technician Recruitment: বয়স-
বয়স হতে হবে ১৯ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
Lab Technician Recruitment: আবেদন পদ্ধতি-
ইচ্ছুক প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
Lab Technician Recruitment: আবেদন ফি-
সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা এবং তফশিলি জাতি-উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা ধার্য করা হয়েছে।
Lab Technician Recruitment: ঠিকানা-
Office of the Chief Medical Officer Of Health & Member Secretary, DH & FWS, Babupura, New Alipurduar, Word No-XII, Dist-Alipurduar, Pin-736121
Lab Technician Recruitment: তারিখ-
১৩ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।