পুজোর আগে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পুজোর সময় চুক্তি ভিত্তিক হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলায় জেলায়। কী ভাবে আবেদন করবেন? জেনে নিন।
পদের নাম
অস্থায়ী হোমগার্ড
শূন্যপদ
মোট ১৪ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে।
চাকরির সময়সীমা
মোট ১০ দিনের জন্য চুক্তি ভিত্তিক এই নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
যে কোনও স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করলেই এই পদে আবেদন করা যাবে। উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন।
বয়সসীমা
এই পদে ১৮ বছর বয়স হলেই আবেদন করা যাবে।
বেতন
এই পদে নিয়োগের পর দিন প্রতি ৬২৬ টাকা করে বেতন দেওয়া হবে। মোট ১০ দিনের কাজের ভিত্তিতে বেতন মিলবে ৬ হাজার ২৬০ টাকা।
ট্রেনিং
এই পদে যারা নির্বাচিত হবেন তাঁদের তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে।
আবেদন পদ্ধতি
এই পদে আবেদনের জন্য কোনও ফর্ম জমা দিতে হবে না। প্রার্থীদের নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে দরখাস্ত লিখে আবেদন করতে হবে। সঙ্গে লাগবে প্রয়োজনীয় ডকুমেন্ট।
নিয়োগ প্রক্রিয়া
জরুরি ভিত্তিতে নিয়োগের কারণে কোনও লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। শারীরিক সক্ষমতা থাকলে সরাসরি নিয়োগ করা হবে।