এবার রাজ্য সরকারের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরির সুবর্ণ সুযোগ। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ইঞ্জিনিয়ার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদে আবেদন শুরু ১৬ নভেম্বর থেকে শুরু হয়েছে। আবেদন করার শেষ দিন ৭ ডিসেম্বর। অনলাইনে আবেদন করা যাবে।
নিয়োগস্থল
যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের মধ্যেই নিয়োগ করা হবে।
পদ
সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল বিভাগে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল পদে নিয়োগের জন্য নির্দিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
৩৬ বছর বয়স পর্যন্ত যোগ্য প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন
জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য ১৬০ টাকা আবেদন ফি দিতে হবে। এসসি, এসটি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের কোনও ফি দিতে হবে না।
অনলাইনে ফর্ম ফিলাপের পর চাকরিপ্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা যে কোনও ওয়ালেটের মাধ্যমে ফি জমা দিতে পারেন। কিংবা ব্যাঙ্কের কাউন্টারে গিয়েও আবেদন ফি জমা করতে পারেন।