অ্য়াপ্রেন্টিস পদে নিয়োগ করবে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড। ওই পদগুলির জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জেনে নিন ওই পদগুলি সম্পর্কে বিস্তারিত তথ্য।
পদের নাম-
ট্রেড অ্য়াপ্রেন্টিস পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মোট শূন্যপদ-
৪০৩৯-টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে Non-IT ক্যাটাগরিতে শূন্যপদ ১৪৬৩টি। এবং ITI ক্যাটাগরিতে শূন্যপদ ২৫৭৬টি।
কী ভাবে আবেদন করা যাবে?
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। www.yantraindia.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ-
ইতিমধ্যে আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গিয়েছে। নভেম্বর মাস পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
বয়সসীমা-
আবেদনকারীদের সর্বনিম্ন বয়সসীমা ১৪ বছর থাকতে হবে। এবং সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত থাকতে হবে।
পে গ্রেড-
নির্দিষ্ট নিয়ম মেনে অ্য়াপ্রেন্টিসদের মাসিক ভাতা দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা-
আবেদনকারীদের অবশ্যই ১০ শ্রেণি পাস করতে হবে। অথবা ITI উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
আবেদন খরচ-
আবেদনের জন্য খরচের বিস্তারিত বিবরণ জানানো হয়নি বিজ্ঞপ্তিতে।