বছরের শুরুতেই শাস্ত্রীয় সঙ্গীতের জগতে পরপর ইন্দ্রপতন। রশিদ খানের পর এবার প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী প্রভা আত্রে। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার পুনেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রভা দেবী। বয়স হয়েছিল ৯২ বছর। রশিদের চলে যাওয়ার ক্ষততে প্রলেপ পড়তে না পড়তেই, প্রভা দেবীর প্রয়াণ মেনে নিতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা।
Badhua Serial: জলসার হাত ধরে ফিরছেন রিজওয়ান, পেখম-আবিরের গল্প বলবে নতুন ধারাবাহিক 'বঁধুয়া’
হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের কিরানা ঘরানায় নজির সৃষ্টি করেছিলেন শিল্পী। শুধু গানই নয়, সুরকার, গবেষক, শিক্ষাবীদ, লেখক হিসেবেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ভারত সরকারের তিনটি পদ্ম পুরস্কারই রয়েছে শিল্পীর ঝুলিতে।