প্রথম গান বেশরম মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের শিরোনামে শাহরুখ খানের পাঠান। গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এবার সেন্সর বোর্ডে ধাক্কা খেল ‘পাঠান’।
বোর্ডের তরফে কিছু পরিবর্তন আনতে বলা হয়েছে ‘পাঠান’ ছবিতে। সিবিএফসির চেয়ারপার্সন প্রসূন যোশী বলেছেন, গান এবং গোটা ছবির কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বেশরম গানের দৃশ্যে দীপিকাকে একটি গেরুয়া বিকিনি পরে দেখা গিয়েছে, তারপর থেকেই উঠেছে বিতর্কের ঝড়। ভারতীয় সংস্কৃতির প্রতি অবমাননা করা হয়েছে, এমন অভিযোগ তুলেছে দক্ষিণপন্থী রাজনৈতিক মহলের একাংশ। শুরু হয়েছে 'বয়কট পাঠান' প্রচারও।
New Year Female Fashion Trend: বর্ষবরণের রাতে হয়ে উঠুন মোহময়ী, কোন রঙে সাজবেন?
সিদ্ধার্থ আনন্দের এই ছবি মুক্তি পাওয়ার কথা ২৫ জানুয়ারি। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। ছবি মুক্তির আগে ফাইনাল ভার্সন জমা দেওয়ার নির্দেশ করেছে সেন্সর বোর্ড।