বলিউডে তাঁর একের পর এক হিট, ছবির সংখ্যা ১৩ টা ভাষায় ২২০-এর বেশি, কিন্তু জয়কিশন কাকুভাই শ্রফের জ্যাকি হয়ে ওঠার পেছনে লম্বা গল্প। অভিনয় আসা নেহাতই ভাগ্যের ফেরে। একের পর এক পেশা বদলেছেন জ্যাকি তরুণ বয়সে।
কখনও শেফ থেকেছেন, কখনও বিমানের অ্যাটেনডেন্ট, কখনও আবার মডেল। পেশা বদলাতে বদলাতে চলে আসা সিনেমায়। ১৯৮২ তে প্রথম ছবি 'স্বামী দাদা', তার পরের বছর সুভাষ গাই-এর সঙ্গে 'হিরো' ছবিটা বদলে দিল। পরবর্তী এক দশক জ্যাকিতেই মজে ছিল বম্বে। -নানা সময়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে ভেঙেছেন জ্যাকি। ২০১৯-এ 'ক্রিমিনাল জাস্টিস' দিয়ে ওটিটি-তে পা রাখা।
অভিনয় ছাড়াও, সমাজসেবামূলক নানা কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন জ্যাকি। এইচআইভি এইডস নিয়ে সচেতনতা ছড়াতে, কন্যাভ্রূণ হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াইয়ে জ্যাকিকে সবসময় দেখা গিয়েছে একেবারে প্রথম সারিতে।
৬৬-র জন্মদিনে এমন রঙিন স্বভাবের মানুষকে রঙিন শুভেচ্ছা।