ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে এবার তিনি নিজেকে চ্যাম্পিয়ন দেখতে চান। তাই মাঠে বল পড়ার আগে মেন্টর হিসাবে প্রাক্তন অধিনায়ককে ফিরিয়ে এনেছেন। অধিনায়ক হিসাবে আবার দায়িত্ব তুলে দিয়েছেন শ্রেয়সের উপরে। ক্রিকেটের পাশাপাশি টিনসেল টাউনে এবার তিনি হ্যাটট্রিক চান। তিনি শাহরুখ খান।
বড়দিনের আগে মুক্তি পাচ্ছে তাঁর এই বছরের তৃতীয় ছবি ডাঙ্কি। রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম প্রজেক্ট। তাই বৃহস্পতিবার মেয়ে সুহানাকে নিয়ে মুম্বইয়ের সাই বাবার মন্দিরে পুজো দিয়ে এলেন কিং খান। গত দুদিন আগেই তিনি গিয়েছিলেন বৈষ্ণোদেবীতে।
তাঁর ঘনিষ্ঠরা বলছেন, এরআগে পাঠান এবং জওয়ানের সাফল্যতেও বৈষ্ণোদেবী গিয়েছিলেন শাহরুখ। পর্দায় হ্যাটট্রিক চেয়ে এবারও সেখানে গিয়েছিলেন। শাহরুখের বিশ্বাস, পাঠান, জওয়ানের মতো ডাঙ্কিও বড়দিনে বলিউডের বাজারকে গরম করে দেবে। হ্যাটট্রিক আসবেই।