জীবন লজিকে নয় চলে ম্যাজিক। এবার ২২ গজে ব্যাট হাতে নামবেন জুনিয়র বচ্চন। শুধু তাই নয় আরও বড় দায়িত্ব তাঁর কাঁধে, তিনিই ভারতীয় মহিলা ক্রিকেট দলের কোচ। সম্প্রতি মুক্তি পেয়েছে 'ঘুমর' এর ট্রেলার। যাঁর পয়লা ঝলকেই অভিষেকের নিখুঁত অভিনয়, এবং ক্রিকেটের মারপ্যাঁচ মুগ্ধ করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়, যুবরাজ সিং-য়ের মতো তাবড় ক্রিকেটারদেরও। তাঁরা মুখিয়ে আছেন ছবির অপেক্ষায়।
Bipasha Basu: 'দেবী প্রথম থেকে অসাধারণ', বিপাশা কন্যার হার্টে দুটো ফুটো, জানালেন অভিনেত্রী স্বয়ং
সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “আমার অন্যতম প্রিয় অভিনেতা অভিষেক, ট্রেলারটা দেখে দুর্ধর্ষ লাগল। পুরো ছবিটা দেখার জন্য অপেক্ষা করছি।" উত্তরে অভিষেক জানালেন প্রিয় ক্রিকেটারের কাছ থেকে পাওয়া এই প্রশংসা তাঁর কাছে দুর্মূল্য। প্রশংসা করেছেন বীরেন্দ্র শেওয়াগও। সায়ামি খের, ছবিতে একজন বিশেষ ক্ষমতাসম্পন্ন ক্রিকেটার। তাঁকে নিয়েই গড়াবে ছবি।