Mithun Chakraborty: 'তোমাকে আমরা মাটিতে পুঁতে দেব', মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে দায়ের মামলা

Updated : Nov 06, 2024 17:01
|
Editorji News Desk

এর আগেও একাধিক বার তাঁর মন্তব্য বিতর্ক তৈরি করেছে। তবুও খুব একটা রাখঢাক করে কথা বলেন না অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর এর জেরেই এবার বড় সমস্যার মুখে ‘মহাগুরু’ । বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের কর্মসূচিতে যোগ দিতে সম্প্রতি কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীও। মিঠুনের বিরুদ্ধে অভিযোগ, ওই সভাতে অমিত শাহর সামনেই বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন তিনি। এবার সেই প্রেক্ষিতেই অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। 

বৌবাজার থানায় মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনেই তিনি বিজেপির একটি সভা উস্কানিমূলক মন্তব্য করেছেন। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও উঠেছে। যদিও কে বা কারা এই অভিযোগ জানিয়েছেন তা জানায়নি পুলিশ। 

সেই সভায় বক্তৃতার মিঠুন চক্রবর্তী বলেছিলেন, ‘বাংলায় জয়ের জন্য বিজেপি যেকোনও কিছুর জন্য প্রস্তুত। এর মধ্যে কিছুই রয়েছে, যা বলা যায় না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই এটা বলছি। আমি অনেক রাজনীতি, হিংসা, রক্তাক্ত রাজনীতি দেখেছি।’ এরপর তিনি আরও বলেন,  ‘এক নেতা বলেছিলেন সেখানে ৭০ শতাংশ মুসলিম আর ৩০ শতাংশ হিন্দু। দু ঘণ্টার মধ্যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে।’ মিঠুন বলেছিলেন, ‘তবে আমরা ভাগীরথীতে ফেলব না। কারণ ভাগীরথী আমাদের মা। তোমাকে আমরা মাটিতে পুঁতে দেব।’ 


এই প্রথম নয়, ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দিয়েই মিঠুন চক্রবর্তী বলেছিলেন, 'আমি বেলেবোড়াও নই, জলঢোঁড়াও নই। আমি জাত গোখরো। ' ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের সাংসদ ছিলেন মিঠুন। তার পর চিটফান্ড দুর্নীতিতে তাঁর নাম জড়ায় এবং মিঠুন সাংসদ পদ ছেড়ে দেন। 

Mithun Chakraborty

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?