অনেকদিন পর ফের একটি বাংলা ছবি বুক ঠুকে বলছে ‘বাপ এসেছে’। বড়দিনের মরশুমে ব্লকবাস্টার দেবের ছবি। বাংলা সিনেমার পালে হাওয়া দিয়ে কার্যত ঝড় তুলে দিয়েছে দেবের মাস কমার্শিয়াল ছবি ‘খাদান’ (Khadaan)। প্রায় ১০ বছর পর পুরনো দেবকে ফিরে পেয়েছেন বাংলা ছবির দর্শকের। আর চেনা মাঠে নেমেই নিজের জাত চিনিয়ে দিলেন দেব। খাদানের মুক্তি খুব একটা সহজ সময়ে কিন্তু হয়নি। গত ৫ ডিসেম্বর থেকে কার্যত হলে হলে রাজ করছিল আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা-২:দ্য রুল’। পুষ্পার জন্য প্রথম বাজারে হল শো পেতে বেশ বেগ পেতে হয়েছিল।
কিন্তু পুষ্পার সামনে ঝুঁকলেন না দেব। বরং মুক্তির পরেই দক্ষিণী ছবির ফর্মূলাতেই নিজের বাংলার বাজারে নিজের ঝাঁঝ বুঝিয়ে দিলেন দেব। গান, অ্যাকশন, গল্প থেকে অভিনয়, সিনেমাটোগ্রাফি সবেতেই ভাল নম্বর পেয়ে পাশ করে গিয়েছে দেব-যিশুর ছবি।
দর্শকদের ভালবাসা জানিয়ে দেব এদিন লিখেছেন। ‘আমার কাছে কোনও শব্দ নেই ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর, প্রথম দিনের রেকর্ড ভাঙছে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের রেকর্ড ভাঙছে তৃতীয় দিন।’ রিলিজের পর থেকে হাঁকিয়ে ছক্কা মারছে ‘খাদান’। sacnilk.com-এর রিপোর্ট বলছে প্রথম দিন বাংলা জুড়ে কমবেশি ৭৭ লাখ টাকার (গ্রস কালেকশন) ব্যবসা করেছে খাদান। আর দ্বিতীয় দিনে সেই আয় লাফিয়ে বেড়েছে। শনিবার ছবির গ্রস কালকেশন ছিল ৮৯ লক্ষ টাকা। রবিবারের শেষে ২ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে খাদান।
অন্যদিকে একই সময় পর্দায় দেবের ছবির সঙ্গে পাল্লা দিচ্ছে রাজ চক্রবর্তী পরিচালিত, এবং শুভশ্রী-মিঠুন-ঋত্বিক অভিনীত ‘সন্তান’। sacnilk.com রিপোর্ট বলছে, প্রথম দু-দিনে ৩৩ লক্ষ টাকার ব্যবসা করেছে সন্তান। প্রথম ৭ দিনে এই ছবি ২ কোটি টাকা তুলে ফেলতে পারবে বলেই আশা করা যাচ্ছে।
জন্মদিনের আগে এভাবেই দর্শকদের গিফট দিলেন দেব। বাংলার মাটিতে এই প্রথম দক্ষিণী সিনেমাকে রুখে দিলেন দেব। রাত দুটোর সময় হাউজফুল রায়গঞ্জের মিডনাইট শো। পুষ্পা রাজের সঙ্গে চোখে চোখ রেখে দেবের ছবি যেন বলছে ‘রাজার রাজা এল’