বক্স অফিসে ভালই হিট হয়েছে অজয় দেবগান অভিনীত ছবি দৃশ্যম ২। কিন্তু করোনা পরবর্তীকালে সিনেমা হলের থেকেও ওটিটি প্ল্যাটফর্মে ছবি দেখতে বেশি স্বাচ্ছন্দ বোধ করেন অনেকে। সেই কারণেই মুখিয়ে থাকেন সিনেমাগুলি ওটিটিতে মুক্তি পাওয়ার অপেক্ষায়।
সাধারণত কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার ৬ থেকে ৮ মাস পর ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়ার নিয়ম। কিন্তু আজকাল শর্ত থাকলেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার দেড় থেকে ২ মাসের মধ্যেই ওটিটিতে মুক্তি পেয়ে যায় সিনেমাগুলো।
১৮ নভেম্বর দৃশ্যম ২ বড় পর্দায় মুক্তি পাওয়ার পরেই ওটিটি প্ল্যাটফর্মের মুক্তির অপেক্ষায় দিন গুণছেন দর্শকরা। সূত্রের খবর, স্থির হয়ে গিয়েছে, ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। তবে, এই অপেক্ষা বেশ দীর্ঘতর হতে চলেছে। স্পষ্ট না জানানো হলেও অনুমান করা হচ্ছে ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রাইমে মুক্তি পেতে চলেছে ছবিটি।