শুটিং -এ গিয়ে পা ভেঙেছিলেন দিন পনের আগে। পায়ে প্লাস্টার হয়েছে, কিন্তু তাতে কী? গণেশ পুজোর উদযাপন তো বছরে একবারই হয়, সেই সুযোগ হাতছাড়া হবে? ভাঙা পায়েই নাচ করলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)।
সেই নাচ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ম্যাচিং পোশাকে দেখা গেল কুন্দ্রা পরিবারকে, উদযাপনে শামিল হয়েছিলেন রাজ কুন্দ্রা (Raj Kundra), এবং তাঁদের দুই সন্তানও। শিল্পার সঙ্গে নাচলেন বোন Shamita Shetty। প্রথমে বসেছিলেন হুইল চেয়ারে। কিন্তু ভরপুর উদযাপনের মাঝে চেয়ার থেকে উঠে কোমর দোলালেন শিল্পা। সেই দেখে তাঁর সামনে এনে দেওয়া হল ওয়াকার, তাতে ভর দিয়ে শুরু হল নাচ। শিল্পাকে তখন আর পায় কে?
Uttam Kumar: বাঙালির চিরকালীন আইকন উত্তমকুমারের জন্মবার্ষিকী আজ