'এক অউর রং ভি দেখিয়ে ইয়ে বাঙ্গাল কা…'
কৈলাস খের-এর কণ্ঠে এমন গানই শোনা যাচ্ছে । কিন্তু বাংলার কোন রং দেখার কথা বলছেন গায়ক ? এবার সেই গল্প শোনাবেন প্রযোজক নীরজ পাণ্ডে । ওটিটিতে । আসছে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ । কলকাতার রাজনীতি, গ্যাংস্টার রাজত্বকে নিয়ে সিরিজটি তৈরি করেছেন নীরজ । আর এই সিরিজে সবথেকে বড় চমক হল বাংলার দুই সুপারস্টার প্রসেনজিৎ ও জিৎ । এই প্রথমবার তাঁরা একসঙ্গে সিনেমা করছেন । তাও আবার হিন্দিতে । শুধু জিৎ বা প্রসেনজিৎ নয়, তারকা ভরা এই সিরিজে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, চিত্রাঙ্গদা সিংদের । ইতিমধ্যেই সামনে এসেছে সিরিজের টিজার ।
টিজারের শুরুটাই হচ্ছে হাওড়া ব্রিজ, কলকাতা শহরের টুকরো ঝলক দিয়ে । তারপরই কার্তুজ, বন্দুক, বোমা-গুলি, খুন, রক্ত । এন্ট্রি নিলেন একে একে জিৎ, প্রসেনজিৎ, চিত্রাঙ্গদা, শাশ্বত, পরমব্রতরা । টিজারে পুলিশের উর্দিতে দেখা গেল জিৎ, পরমব্রত ও মিঠুনের ছেলে মিমো চক্রবর্তী । রাজনীতিবিদের ভূমিকায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় । টিজার জুড়ে শুধু বোমা, গুলি আর বিস্ফোরণ । অ্যাকশন মুডে দেখা গেল জিৎ-কে ।
সম্প্রতি, ‘নেক্সট অন নেটফ্লিক্স’ ইভেন্টে হয়ে গেল টিজার রিলিজ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিৎ, প্রসেনজিৎ, শাশ্বতরা । সেখানেই জিৎ একটি গোপন তথ্য শেয়ার করেন । টলিউডের বস-কে বলতে শোনা যায়, নেটফ্লিক্স টিম থেকে জানানো হয়েছে, খাকি-র প্রথম সিজনের থেকে দ্বিতীয় সিজন বেশি ভাল হয়েছে । তাঁর আশা, দর্শকদেরও ভাল লাগবে সিরিজটি ।
প্রসেনজিতের কাছে এই সিরিজের বড় বিষয় হল প্রথমবার জিৎ ও তিনি একসঙ্গে । বুম্বা দা-র কথায়, 'আমার এই ৪০ বছরের কেরিয়ারে জিতের সঙ্গে কখনও কাজ করা হয়নি, জিৎ-ও ২২ বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, আশা করা যায় দু'জনের একসঙ্গে প্রথম কাজ সকলের ভাল লাগবে।'
সিরিজটি পরিচালনা করেছেন দেবাত্ম মণ্ডল ও তুষারকান্তি রায় । সিরিজটি কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি । তবে, টিজার দেখে ইতিমধ্যেই উৎসাহ বেড়েছে দর্শকদের মধ্যে ।