দুর্গাপুজো, কালী পুজো ফুরিয়ে গেলে এই যে হেমন্তের একটা বুক হু হু করা শূন্যতা, তাতে অনেকটা মলম লাগায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমাপ্রেমীদের জন্য সপ্তাহভরের একটা বার্ষিক পরব যেন। শহরজুড়ে ছেয়ে গিয়েছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের হোর্ডিং-পোস্টারে। কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ বছরটা একটু বেশি স্পেশাল কি? নিশ্চয়ই। কারণ, ৩০ বছর পূর্ণ করল, সিনেমার এই উৎসব।
পুজো, পার্বণ, মেলা, কত ধরণের উদযাপন তো হয়। সিনেমার উদযাপন, সিনেমা নিয়েই একটা গোটা উৎসব, কবে থেকে হয়ে আসছে? সেই ইতিহাস প্রায় ১০০ বছরের পুরনো। ১৯৩২ সালে প্রথম চলচ্চিত্র উৎসব হয়েছিল ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে। প্রথম বছর প্রতিযোগিতামূলক ছিল না ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বর মাসে হয় এই ফেস্টিভ্যাল। ১৯৩২-এর ৬ আগস্ট, ভেনিস চলচ্চিত্র উৎসবে দেখানো প্রথম ছবিটি একটি মার্কিন ছবি- ডক্টর জেকিল এবং মিস্টার হাইড।
জনপ্রিয়তায় সবাইকে পেছনে ফেলে দেওয়া ফেস্টিভ্যাল দি কান্স শুরু হয়েছিল ১৯৪৬ সালে। দক্ষিণ ফ্রান্সের কান শহরে প্রতি বছর মে মাসে এই কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। বিশ্ব সিনেমার কোন বিভাগে কোন ছবি সেরা, বুঝতে, আন্তর্জাতিক সিনেমার সবচেয়ে বড় পুরস্কার অ্যাকাডেমি সম্মানের পরেই কান চলচ্চিত্র উৎসবের দিকেই তাকিয়ে থাকেন চলচ্চিত্র বোদ্ধারা।
এবার আসা যাক , এই দেশের চলচ্চিত্র উৎসবের ইতিহাসে। বিশ্ব সিনেমাকে এক ছাদের তলায় প্রথম এনেছিল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। পোশাকি নাম ইফি হলেও লোকমুখে গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল হিসেবে বেশি পরিচিত। দেশের জাতীয় চলচ্চিত্র উৎসবের শুরু, ১৯৫২ সালে। নভেম্বরের শেষ সপ্তাহে হয় ইফি।
মুম্বই ফিল্ম ফেস্টিভ্যাল
মায়ানগরীর ফিল্ম ফেস্টিভ্যালও দারুণ জনপ্রিয়। 1997 সাল থেকে পথ চলা শুরু MAMI-র। মুম্বই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে Mumbai Academy of Moving Image নামের সংস্থা। তবে, এটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের তকমা এখনও পায়নি, মূলত দক্ষিণ এশিয়ার নানা দেশের ছবিই এই ফেস্টিভ্যালের ফোকাস।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
পথ চলা শুরু, ১৯৯৫ সালে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আয়োজিত চলচ্চিত্র উৎসব ৩০ বছরে পড়ল। বাম জমানায়, নয়ের দশকের মাঝামাঝি, এই চলচ্চিত্র উৎসবের শুরু। ২০১১-ইয় রাজ্যের রাজনৈতিক পালা বদলের পরেও চলচ্চিত্র উৎসবের জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি। শুরুতে প্রতিযোগিতামূলক না থাকলেও এখন কলকাতা চলচ্চিত্র উৎসব কিন্তু প্রতিযোগিতামূলক। ডিসেম্বরের শহরে, দেশ বিদেশের সিনেমার সম্ভার নিয়ে সেজে ওঠে শহর কলকাতার একাধিক প্রেক্ষাগৃহ। আর শুধু কী সিনেমা? তা ছাড়াও চলচ্চিত্র বিষয়ক নানা আলোচনা, বিতর্ক, আড্ডার আয়োজন থাকে সপ্তাহভর।
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল, ১৯৯৫ সালে, ঠিক এক বছর পর পথ চলা শুরু কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। ডিসেম্বরের মাঝামাঝি সপ্তাহভর চলে কেরালার চলচ্চিত্র উৎসব। কিফের মতোই এটিও কেরালার রাজ্য সরকার আয়োজিত চলচ্চিত্র উৎসব।
জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
তুলনামূলক ভাবে অনেক নতুন জয়পুর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৯ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে মরুরাজ্যের রাজধানী শহরে। জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সাধারণত হয়, বছরের শুরুতে, জানুয়ারি মাসে।