বলিউডের সবচেয়ে জনপ্রিয় কাপল। ফিল্ম ফেয়ারে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কারও পেলেন রণবীর কাপুর-আলিয়া ভাট।
২৮ জানুয়ারি, গান্ধীনগরে ছিল '৬৯ তম ফিল্ম ফেয়ার সম্মানের অনুষ্ঠান। সেখানেই আলিয়া ভাট পেলেন 'রকি অউর রাণি কি কাহানি'র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। রণবীর পেলেন সেরা অভিনেতার পুরস্কার। অ্যানিমেল ছবিটির জন্য।
বিধুবিনোদ চোপড়া '১২ থ ফেল' ছবির জন্য পেলেন সেরা পরিচালকের সম্মান।
ওই একই শবির জন্য সেরা অভিনেতা (ক্রিটিক্স চয়েস)-র সম্মান পেলেন বিক্রান্ত মেসি।