দেশের সবচেয়ে বড় বিয়েবাড়ির সাক্ষী থেকে গেল ভারতবাসী। কথা হচ্ছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে নিয়ে। প্রশাসনিক ক্ষেত্র থেকে শুরু করে ক্রিকেট বিশ্ব, আন্তর্জাতিক মানের শিল্পীরা, হলিউড থেকে বলিউডের তাবড় তারারা উপস্থিত ছিলেন এই হাইভোল্টেজ বিয়েতে।
এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছিলেন বাংলার একাধিক শিল্পীরাও। আজ এডিটরজি বাংলার পর্দায় এক ঝলকে রইল বং ব্রিগেডের ছবি। আম্বানিদের বিয়েতে উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারা। সস্ত্রীক বিয়েবাড়িতে গিয়েছিলেন যশ দাশগুপ্ত, উপস্থিত ছিলেন রাইমা সেন এবং রিয়া সেন, রিসেপশনে পৌঁছেছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়, প্রেম-টেম খ্যাত নায়িকা সুস্মিতাও ডাক পেয়েছিলেন বিয়েবাড়িতে।
কালো শেরওয়ানিতে সেজেছিলেন যশ, নুসরত পরেছিলেন একটি সাদা লেহেঙ্গা, সঙ্গে পেয়ার করেছিলেন কুন্দনের জুয়েলারি। রিসেপশনের একদম শেষের দিকে হাজির হয়েছিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে বাঙালি সাজেই পার্টিতে পৌঁছেছিলেন অভিনেতা। পরনে ছিল সাদা পাঞ্জাবি আর ধুতি। চোখ জড়ানো সাজে পার্টিতে স্পটলাইট কেড়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। সোনালী থ্রিডি গাউনে তাঁকে অপূর্ব দেখিয়েছে।
মায়ের শাড়ি তাঁত বেনারসিতে তাক লাগিয়েছেন বং বিউটি রাইমা সেন। ছিমছাম শাড়ি আর টিপেই তিনি অপরূপা। সঙ্গে গলা ভরা নেকপিস। বাহারি এক লেহেঙ্গা পরে চুল খোলাই রেখেছিলেন রিয়া। মেকআপ ছিল ছিমছাম। অনেকদিন পর দুই বোনকে একফ্রেমে দেখার সুযোগ হল দর্শকদের।
এদিকে, আম্বানিদের নিমন্ত্রণ রক্ষা করতে বিয়ের দিনেই একটি বার মুম্বই ঢুঁ মেরে এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিরচেনা সাজেই তিনি পৌঁছেছিলেন হাইভোল্টেজ বিয়েবাড়িতে।