পরনে সবুজ-কালো শাড়ি। চোখে চশমা। হাতে সবুজ কাঁচের চুড়ি। পুরীতে উল্টো রথের ভিড়ে এমন সাজে দেখা গেল টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে। বুধবার তথা উল্টোরথের দিন পুরীতে জগন্নাথ দর্শনে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
এর আগে কখনও উল্টোরথে যাননি স্বস্তিকা। এই প্রথমবার তিনি জগন্নাথ দর্শন করলেন। যে কথা নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়ীছেন খোদ অভিনেত্রী। এমনকি এই আধ্যাত্মিক সফরের একটি ছবিও ভাগ করে নিয়েছেন তিনি।
আরও পড়ুন - সব জানাজানি হতেই নষ্ট হল জীতু কমল-নবনীতার সম্পর্ক? অভিনেতার পোস্টে বাড়ল জল্পনা
ছবির ক্যাপশনে স্বস্তিকা লিখেছেন, জয় জগন্নাথ, এর আগে কোনও দিন উল্টোরথের সময় আসা হয়নি। কী অভূতপূর্ব দর্শন হল।'