৬ বছর আগের কলকাতাকে মনে আছে ? যখন ব্যস্ত রাস্তায় ভেঙে পড়েছিল পোস্তার উড়ালপুল, চারিদিকে স্বজন হারানো কান্না । আজও তার স্মৃতি দগদগে শহরবাসীর মনে । এবারে সেই গল্পই বলবে পরিচালক পাভেলের নতুন সিনেমা 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika) । সদ্য মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার (Movie Trailer) ।
২ মিনিট ৫১ সেকেন্ডের ট্রেলারে (Kolkata Chalantika Trailer) বেশ কয়েকজনের গল্প ফুটে উঠেছে । তাঁদের প্রত্যেকের জীবন কোনও না কোনও ভাবে নির্মীয়মান পোস্তা উড়ালপুলের সঙ্গে জড়িয়ে । সংসার, চাকরি,প্রেম, শহরের কোলাহল,নির্মীয়মান পোস্তা উড়ালপুলের সঙ্গে জড়িয়ে অজস্র মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট ঘটনা দেখা গিয়েছে ।
আরও পড়ুন, Tele Serial Khorkuto : শেষ হচ্ছে ধারাবাহিক 'খড়কুটো' ! কবে শেষ সম্প্রচার জানেন ?
সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছেন । 'কলকাতা চলন্তিকা'সিনেমায় দেখা যাবে সৌরভ দাস, ইশা সাহা, অপরাজিতা আঢ্য, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, দিতিপ্রিয়া রায়, কিরণ দত্ত ও আরও অনেকে ।
তিন দিনের গল্প উঠে আসবে ছবিতে। তিলোত্তমার বুকে পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার ভয়ানক দৃশ্য ফুটে উঠবে ছবিতে । ৬ বছর পেরিয়ে কেমন আছে তিলোত্তমার সেই জায়গা? দুর্ভোগের সেই দিন কাটিয়ে কলকাতা ফের নিজের ছন্দে ফিরেছে ? এই বিষয়বস্তু নিয়ে তৈরি হয়েছে সিনেমা । আগামী ২৫ অগাস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'কলকাতা চলন্তিকা'।