৪ বছর পর পর্দায় ফিরছে অরিন্দমের শীলের (Arindam Sil) ব্যোমকেশ (Byomkesh) । এ খবর সবারই জানা । ইতিমধ্যে, 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর শুটিংও শুরু হয়েছে জোরকদমে । দম ফেলারও সময় নেই পরিচালকের । শুটিং ফ্লোর থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে এমনই জানিয়েছেন অরিন্দম (Arindam Sil's Byomkesh) ।
শুক্রবার একটি ভিডিও শেয়ার করেছেন অরিন্দম । সেখানে, শুটিং সেটে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের সিন বোঝাতে ব্যস্ত ছিলেন তিনি । একইসঙ্গে, শুটিংয়ের ফাঁকে সকলের সঙ্গে খোশ মেজাজেও দেখা গেল তাঁকে । এই ভিডিওতেই পাওলি দামের (Paoli Dam) ঝলক পাওয়া গিয়েছে । এই ছবিতে পাওলির চরিত্রের নাম সুলোচনা । সুলোচনা পরনে ডুরে শাড়ি আর চুল বিনুনি করা । এই ছবিতে পাওলির লুকটা তৎকালীন সময়ের প্রেক্ষিতেই সাজিয়ে তোলা হয়েছে । ভিডিও শেয়ার করে অরিন্দম লিখেছেন, ''পুরো দম এ 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর শুটিং। দম ফেলার সময় নেই ....।''
আরও পড়ুন, Hatyapuri : বিতর্কের মাঝেই সৌজন্য SVF-এর, সন্দীপ রায়কে 'হত্যাপুরী'-র জন্য শুভেচ্ছা প্রযোজনা সংস্থার
'ব্যোমকেশ হত্যামঞ্চ' অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী । এবারও অরিন্দমের ব্যোমকেশের ভূমিকায় আবীর চট্টোপাধ্যায় । তাঁর স্ত্রী সত্যবতীর চরিত্রে অভিনয় করছেন সোহিনী সরকার । গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পাওলি দাম । এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন কিঞ্জল নন্দা, অনুশা বিশ্বনাথন এবং অর্ণ মুখোপাধ্যায় ।
১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই ছবির গল্প । নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু । ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয় । সেই খুনের রহস্য এবার সমাধান করবে ব্যোমকেশ ।