স্টার জলসায় (Star Jalsha) ফের নতুন ধারাবাহিক। মুক্তি পেল আসন্ন এই ধারাবাহিক 'তুমি আশেপাশে থাকলে'-এর (Tumi Ase Pashe Thakle) টিজার-পোস্টার।
এই ধারাবাহিকের সুবাদেই ফের ছোট পর্দায় ফিরছেন স্টার জলসার 'ভজ গোবিন্দ' ধারাবাহিকের রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। আর তাঁর সঙ্গে জুটি বাঁধছেন অঙ্গনা রায় (Angana Roy)। ওটিটি জগতের পরিচিত মুখ হলেও ধারাবাহিকে এই প্রথম বার কাজ করতে চলেছেন অঙ্গনা।
টিজারের প্রথম ঝলকে হিরো-হিরোইনের সঙ্গে পরিচয় হলেও গল্পের বিন্দুমাত্র আভাস পাওয়া যায়নি। চ্যানেলের তরফ থেকে পোস্ট করা ভিডিয়োতে দেখা গেল নায়ক-নায়িকা রেল লাইনের উপর দিয়ে হাঁটছেন। পিছন থেকে ছুটে আসছে একটি রেলগাড়ি।
আরও পড়ুন - 'চল চলেয়াঁ', নিজের গলায় গানের সঙ্গে বিয়ের ভিডিয়ো শেয়ার করলেন পরিণীতি চোপড়া
টিজারে ব্যাকগ্রাউন্ডে বেজে উঠছে বনি-কৌশানী অভিনীত 'পারবো না আমি ছাড়তে তোকে' ছবির হিট গান 'তুমি আশেপাশে থাকলে'। ভিডিয়োর ক্যাপশনে লেখা, 'কখনও না দেখা এক নতুন গল্প নিয়ে আসছে তুমি আশেপাশে থাকলে।' এই ভিডিয়ো দেখে অনেকেই মনে করছেন হরর জনারের হতে চলেছে নয়া এই ধারাবাহিক।