দিন কয়েক আগেই শুরু হয়েছে নতুন সিরিয়াল পঞ্চামী। ধারাবাহিকে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey)। সম্প্রতি, এই ধারাবাহিকের একটি পোস্ট ঘিরে তুমুল ট্রোলিং শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। আসলে চ্যানেলের তরফে সদ্য শেয়ার করা একটি পোস্টারে দেখা যাচ্ছে আটপৌরে শাড়ি পরা নাগিন যাঁর শরীরের অর্ধেক অংশ সাপের মতো, বাকিটা মানুষের মতো। জলের তলা দিয়ে যাচ্ছে, চারিদিকে ফুটে রয়েছে পদ্মফুল। যদিও পুরোটাই VFX এর কাজ। আর এই দৃশ্য দেখে হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
Yash-Nusrat-Rituparna : ফের বড়পর্দায় জুটি বাঁধছেন যশ-নুসরত,'শিকার'-এর সঙ্গী ঋতুপর্ণাও !
চলতি বিতর্ক নিয়ে এবার আনন্দবাজার অনলাইনে মুখ খুললেন অভিনেত্রী সুস্মিতা দে। “আমার কোনও মন্তব্যতেই কিছু মনে হয় না। যে দিন থেকে এই সিরিয়াল শুরু হয়েছে, তখন থেকে আমরা দর্শককে বোঝানোর চেষ্টা করেছি যে এই সিরিয়াল সম্পূর্ণ পৌরাণিক। " অভিনেত্রীর পরামর্শ, এই সিরিয়ালে যুক্তি না খুঁজলেই ভালো লাগবে৷