এসপ্তাহে ধারাবাহিকের টিআরপি (Tele Serial TRP) চার্টেও প্রথম স্থান ধরে রাখল 'অনুরাগের ছোঁয়া' (Anurager Chowa) । টানা বেশ কয়েক সপ্তাহ ধরে 'বেঙ্গল টপার' -এর খেতাব ছিনিয়ে নিচ্ছে দীপা ও সূর্য । তবে নম্বর কমেছে ধারাবাহিকের । সেকেণ্ড পজিশন ধরে রেখেছে জগদ্ধাত্রী (Jagadhatri) । দুই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮.৮ ও ৮.৬ । ডাক্তারবাবু ও গৌরীকে দর্শকরা দিয়েছেন ৮ নম্বর । তাই এসপ্তাহেও তৃতীয় হয়েছে 'গৌরী এলো' (Gouri Elo)।
৪ নম্বরে উঠে এসেছে 'নিম ফুলের মধু'। দত্তবাড়ির ছোট বউ পর্ণার কাঁধে এখন চাকরি ও সংসারের দায়িত্ব । ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৮ । ৭.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে খেলনা বাড়ি । পঞ্চমী ও বাংলা মিডিয়াম রয়েছে ৬ নম্বরে । প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে 'মেয়েবেলা'। এসপ্তাহের টিআরপি চার্টে ভাল ফল করেছে 'রাঙা বউ'-ও ।
ষষ্ঠ থেকে দশম স্থানে কোন কোন ধারাবাহিক
ষষ্ঠ- পঞ্চমী ও বাংলা মিডিয়াম (৭.১)
সপ্তম- রাঙা বউ (৬.৯)
অষ্টম- এক্কা দোক্কা (৬.৮)
নবম- মেয়েবেলা (৬.৩)
দশম- গাঁটছড়া (৬.২)