বৃহস্পতিবার নেতাজী ইন্ডোরে অনুষ্ঠিত হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বলিউডের পাশাপাশি টলিউডের একগুচ্ছ চেনা মুখ আলো করে রাখল জমকালো সন্ধ্যা। টলিপাড়ার প্রথম সারির মুখেদের মধ্যে দেখা গেল না শুধু দু'জনকে। এই মুহূর্তের অন্যতম চর্চিত কাপল, যশ দাসগুপ্ত এবং নুসরত জাহান। টলিপাড়ার প্রথম সারির অভিনেত্রী ছাড়াও নুসরত আবার সাংসদও।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সমস্ত সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজের শুটিং বন্ধ রাখার বি়জ্ঞপ্তি জারি করা হয়েছিল ফেডারেশনের তরফে। সেই অনুষ্ঠানেই নেই যশ নুসরত?। ব্যাপার কী?
Jalpaiguri home: জলপাইগুড়ির সরকারি হোমে বন্দি কিশোরের রহস্যমৃত্যু ঘিরে চরম উত্তেজনা
স্টুডিয়োপাড়ার খবর অনুযায়ী তাঁরা দু’জনেই নাকি শহরের বাইরে। কিছু দিন আগেই দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে গিয়েছেন নুসরত। সম্ভবত এখনও কলকাতায় ফেরেননি, তবে মুখ্যমন্ত্রীকে নাকি নুসরত কথা দিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে না থাকলেও সমাপ্তি অনুষ্ঠানে থাকবেনই।