অনেকটা কমলেও এখনও দেশে পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না করোনা (Coronavirus) পরিস্থিতি। তবে দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা নামল দু'হাজারের বেশ খানিকটা নিচে। যা স্বস্তি বাড়িয়েছে স্বাস্থ্যকর্তাদের।
কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের (Government of India) বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৭৭৮ জন। গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬২ জনের।
আরও পড়ুন : Precaution Dose: সবাইকে দেওয়া হতে পারে প্রি-কশন ডোজ, বিশ্বজুড়ে নয়া সংক্রমণ নিয়ে আশঙ্কা কেন্দ্রের
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৭ জন। এখনও পর্যন্ত দেশে ১৮১ কোটি ৮৯ লক্ষ ১৫ হাজার ২৩৪টি করোনা টিকাকরণ হয়েছে।