রাতারাতি কোটিপতি হলে কেমন লাগে? না, চুরি ডাকাতি করে নয়, মুহূর্তের মধ্যেই যদি আপনার অ্যাকাউন্টে ঢোকে কয়েক কোটি টাকা, কেমন লাগবে? ভাবছেন, এমন আবার হয় নাকি, এরকমটাই হয়েছে। চেন্নাইয়ের টিনগর এইচডিএফসি (HDFC Branch) শাখার ১০০ জনের অ্যাকাউন্টে সম্প্রতি ঢুকেছে ১৩ কোটি। আচমকা এতগুলো টাকা ঢোকায় স্বাভাবিক ভাবেই প্রথমে বেশ বিস্মিত হয়েছেন সকলেই। প্রাথমিক ঘোর কাটতেই সকলে দেখলেন, টাকা তো ঢুকেছে, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাচ্ছে না মোটে। তখনই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, 'ভুল, সবই ভুল'। প্রযুক্তিগত ত্রুটির কারণেই কোটি টাকা চলে গিয়েছে সকলের অ্যাকাউন্টে।
'গাঁটছড়া'-র সেটে একের পর এক ফোন চুরি, নেপথ্যে শ্রীমা ভট্টাচার্য !
ভুল বুঝেই সে সব শুধরনোর কাজে লেগে পড়েছে এইচডিএফসি কর্তৃপক্ষ।
HDFC ব্যাঙ্ক কর্মকর্তাদের দাবি, রোববার ৮০ শতাংশ সমস্যার সমাধান হয়েছে। জানা গিয়েছে, এই প্রযুক্তিগত ত্রুটি সংশোধনের কাজ শেষ না হওয়া পর্যন্ত ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা তোলা যাবে না। তবে প্রয়োজনে টাকা জমা করা যাবে।
এখন যাদের অ্যাকাউন্টে এমন না বলে কয়ে এমন কোটি কোটি টাকার 'উপহার' এসে গিয়েছিল, তাঁরা ভাবছেন
"রোজ কত কী ঘটে যাহা-তাহা --
এমন কেন সত্যি হয় না, আহা"।