বিশ্বের উজ্জ্বলতম পড়ুয়াদের তালিকায় নাম উঠল ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রীর। নাতাশা পেরিয়ানয়াগম। আমেরিকার জন্স হপকিন্স সেন্টার ফর ট্যালেন্টেড ইয়ুথ পরীক্ষায় বিশ্বের সেরা ছাত্রছাত্রীদের তালিকায় নাম উঠেছে তার। পৃথিবীর ৭৬টি দেশের ১৫ হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসেছিল। পরপর দু’বার অ্যাবভ-গ্রেড লেভেলের পরীক্ষায় এই তালিকায় নাম উঠল নাতাশার।
নাতাশার বয়স ১৩ বছর। তার বাবা, মা ছিলেন চেন্নাইয়ের বাসিন্দা। দারুণ মেধাবী এই ছাত্রী
নিউ জার্সির ফ্লোরেন্স এম গডিনিয়ার মিডল স্কুলে পড়াশোনা করে। এর আগে ২০২১ সালে পঞ্চম শ্রেণির পড়ুয়া থাকাকালীন একই পরীক্ষায় বসেছিল নাতাশা। সেবারও দুর্দান্ত ফল করেছিল। মৌখিক এবং কোয়ান্টিটেটিভ বিভাগে অষ্টম শ্রেণি স্তরের পরীক্ষার নিরিখে ৯০ শতাংশ নম্বর পেয়েছিল নাতাশা। তারপর এবার ফের সাফল্য।
বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, এবারের পরীক্ষায় স্যাট (SAT), অ্যাক্ট (ACT), স্কুল এবং কলেজ স্তরের পরীক্ষাতেও অসাধারণ ভাল ফল করেছে নাতাশা। সর্বোচ্চ নম্বর পেয়েছে সে।
পড়াশোনার ফাঁকে টলকিনের উপন্যাস পড়তে ভালোবাসে নাতাশা। ভালোবাসে ডুডল আঁকতেও।