কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টালিজেন্সকে নিয়ে তিনটি কেন্দ্র স্থাপন করা হবে। বুধবার বাজেট বক্তৃতায় জানিয়ে দিলেন অর্থমন্ত্রী (Budget 2023) নির্মলা সীতারমণ। আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স বিষয়ক সমস্ত গবেষণা ও শিক্ষার (Budget 2023) কাজে ব্যবহার করা হবে এই তিনটি কেন্দ্রকে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে আরও উন্নত করার লক্ষ্যেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহালমহল। নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) বলেন, 'ভারতে AI (Artificial Intelligence) প্রস্তুত করা এবং ভারতেই AI'কে কাজে লাগানো' নিয়ে আমাদের যে লক্ষ্য রয়েছে, এই সিদ্ধান্ত তার অগ্রগতিতে সাহায্য করবে।
আরও পড়ুন: নতুন করকাঠামোয় ৯ লক্ষ টাকা থেকে উপার্জনে আয়কর, কাদের দিতে হবে জেনে নিন
সীতারমণ বলেন, "দেশের গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রগুলিতে AI (Artificial Intelligence) কেন্দ্র স্থাপন করা হবে। অন্তর্বর্তী গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সাহায্য করবেন এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা। AI-এর মাধ্যমে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ইতিবাচক বদল আনার চেষ্টা করা হবে"।
তিনি আরও জানান, এই AI কেন্দ্রগুলিকে আরও সক্রিয় করার জন্য একটি পূর্ণাঙ্গ AI ইকোসিস্টেম তৈরি করা হবে।