Maharashtra crisis : একনাথ শিন্ডেই তাঁদের দলের নেতা, ডেপুটি স্পিকার ও রাজ্যপালকে চিঠি ৩৭ সেনা বিধায়কের

Updated : Jul 01, 2022 08:11
|
Editorji News Desk

উদ্ধব ঠাকরে নয়, একনাথ শিন্ডেই (Eknath Shinde) আইনসভায় তাঁদের নেতা । মহারাষ্ট্রের (Maharashta Crisis) রাজ্যপাল এবং ডেপুটি স্পিকারকে চিঠি লিখে জানিয়ে দিলেন ৩৭ জন বিধায়ক । এই চিঠিতে শিন্ডেকেরই দলনেতা উল্লেখ হয়েছে । এদিকে, একদিন আগেই জিরওয়াল, শিবসেনা (Shivsena) বিধায়ক দলের গোষ্ঠী নেতা হিসাবে অজয় ​​চৌধুরীর নাম অনুমোদন করেছিলেন । সেক্ষেত্রে, মহারাষ্ট্র মহা বিকাশ অগাড়ি (MVA) সরকারের ভবিষ্যৎ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ।

উদ্ধব শিবির থেকে ডেপুটি স্পিকারকে চিঠি দিয়ে ১২ জন বিদ্রোহী বিধায়ককে ‘ডিসকোয়ালিফাই’ করার আবেদন জানানো হয় । শিন্ডে ওই আবেদনকে শুধু ‘বেআইনি’ বলেননি, তাঁর পক্ষে থাকা বিধায়কদের সই করা পাল্টা চিঠি পাঠালেন ডেপুটি স্পিকারের কাছে । এই মুহূর্তে তাঁরা গুয়াহাটিতে রয়েছেন । সেইসঙ্গে আরও জানা গিয়েছে, শিবসেনা বিধায়ক ভারত গোগাওয়ালেকে সুনীল প্রভুর জায়গায় বিধানসভায় দলের চিফ হুইপ হিসাবে নিযুক্ত করা হয়েছে ।

আরও পড়ুন, Bengal schools reopening on 27th:২৭ জুন খুলছে রাজ্যের সরকারি স্কুল , করোনা বিধি মেনে স্কুল খোলার নির্দেশ
 

প্রসঙ্গত, বুধবার বিকাল পাঁচটার সময় বিদ্রোহী বিধায়কদের দলের বৈঠকে উপস্থিত থাকার জন্য ‘অন্তিম সময়সীমা’ জারি করেন উদ্ধব ঠাকরে । বৈঠকে উপস্থিত না থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দেন তিনি । কিন্তু কেউ সেই বৈঠকে কেউ হাজির হননি । এরপরই টুইট করেন শিন্ডে । 

শিন্ডে লেখেন, ‘আপনি কাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমরা আইন জানি।’ এ প্রসঙ্গে তিনি সংবিধানের উল্লেখ করে লিখেছেন, ‘সংবিধানের ১০ম তফসিল অনুযায়ী বিধানসভার কাজে বাধ্যতামূলক উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা যায়, কোনও দলীয় বৈঠকে উপস্থিত থাকার জন্য নয়। এ বিষয়ে সুপ্রিম কোর্টেরও একাধিক রায় আছে।’শিন্ডের বার্তা, ‘১২ জন বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়ে আপনি আমাদের ভয় দেখাতে পারবেন না। কারণ আমারই প্রকৃত শিবাসেনা, শ্রদ্ধেয় বালা ঠাকরের শিব সৈনিক।’

Shiv SenaMaharahstraEknath Shinde

Recommended For You

editorji | ভারত

Bangladesh MP Murder: বাংলাদেশের MP খুনে নয়া তথ্য সামনে, মেয়ের সঙ্গে মিলল DNA

editorji | ভারত

UIDAI Adhar Card: আপনার আধার কার্ড কি অন্য় কোথাও ব্যবহার হচ্ছে! কী করে বুঝবেন?

editorji | ভারত

Ambedkar Remarks Row : সংসদে হাতাহাতি, রাহুলের বিরুদ্ধে FIR, আহত দুই সাংসদের সঙ্গে মোদীর কথা

editorji | ভারত

Mumbai News : বাঁক খেতে গিয়ে ফেরিতে ধাক্কা, মুম্বইয়ে ভাইরাল নৌ-সেনার স্পিড বোটের ভিডিও

editorji | ভারত

Mamata Banerjee : আম্বেদকর নিয়ে শাহের ফ্যাশন মন্তব্য, তীব্র কটাক্ষ তৃণমূল নেত্রীর, পাল্টা জবাব মোদীর