আজ ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস।
শিক্ষক দিবস আসলে সেই মানুষগুলির কাছে ফিরে যাওয়ার দিন, যাঁরা না থাকলে আমরা কেউই হয়তো হাঁটতে শিখতাম না জীবনের রাজপথে। যাঁদের বকুনির চাদরের নিচে বইত স্নেহের ফল্গুধারা, আলতো ধমকের পাথর সরালেই এক সমুদ্র প্রশ্রয় - শিক্ষক দিবস তাঁদের সকলের কাছে কৃতজ্ঞতা জানানোর দিন। আমাদের হেঁটে চলায় ক্লোরোফিল জুগিয়েছেন যাঁরা, সেই অনন্তসূর্যদের আরও একবার জানিয়ে দেওয়া- আমরা প্রণত, আমরা কৃতজ্ঞ আপনাদের পেয়ে।
অথবা, যদি একটু অন্যভাবে ভাবি? শিক্ষক-শিক্ষিকারা তো কেবল ক্লাসরুমে থাকেন না। যে বৃদ্ধা শাকসবজি নিয়ে বসেন রাস্তার ধারে, যে কৃষক সন্তানস্নেহে হাত রাখেন ফসলের গায়ে, ম্যানহোলের নিচে ঢুকতে বাধ্য হন যে মানুষটি, তাঁরা প্রত্যেকেই তো শেখান জীবনের পাঠ। কখনও হেরে যেতে নেই, ভেঙে পড়তে নেই সহস্র আঘাতেও- এমন শিক্ষা যাঁরা দিয়ে চলেছেন প্রতিনিয়ত, তাঁদের প্রতিও এই শিক্ষকদিবসে রইল প্রণাম।