পুলিশের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত এক শিশু। আহত আরও ৫ যাত্রী। রবিবার ঘটনাটি ঘটে হরিয়ানার গুরুগ্রামে(Gurugram Road Accident)। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিয়ম না মেনেই রাস্তার ভুল দিক ধরে ছুটে আসছিল পুলিশ ভ্যানটি(EVR Van)। দুর্ঘটনার পর উদ্ধারে হাত না লাগিয়ে চালক এবং পুলিশ কর্মীরা পালিয়ে যান বলেও অভিযোগ। রবিবার গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে(Gurugram Road Accident) বেলা ১১টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলেই খবর।
মৃত শিশুটির বাবার অভিযোগ, রাস্তার ভুল দিক ধরে দুরন্ত গতিতে ছুটে আসা পুলিশ ভ্যানটি সজোরে ধাক্কা মারে তাঁদের গাড়িতে(Gurugram Road Accident)। ঘটনাস্থলেই মারা যায় ৬ মাসের ওই শিশুটি। ইতিমধ্যেই পুলিশের গাড়ির ওই চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মৃত শিশুটির বাবা বিশ্বজিৎ মান দিল্লির শিক্ষা দফতরের কর্মী বলেই খবর।