জম্মু-কাশ্মীরে (Jammu & Kashmir) বুধবার সন্ধেবেলা থেকে পুলিশ এবং জঙ্গিদের (Terrorists) মধ্যে গুলির লড়াইতে অন্তত ৬ জন জঙ্গি নিহত হল। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত জঙ্গিরা সকলেই জৈশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammad)-এর।
জঙ্গিদের উপস্থিতি নিয়ে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। উপত্যকার দুই জেলা অনন্তনাগ এবং কুলগাম-এর ওই জঙ্গি ঘাঁটিগুলিতে যাওয়ার পরেই দুটি পৃথক সংঘর্ষ হয়।
উল্লেখ্য, এই ৬ জঙ্গির মধ্যে ছিল দুজন পাকিস্তানিও। কুলগাম জেলার মিরহামাতে পুলিশের সঙ্গে গুলির লড়াইতে ওই ২ জন পাকিস্তানি সহ ১ জন স্থানীয় জঙ্গি নিহত হয়। বাকি ৩ জঙ্গি নিহত হয় অনন্তনাগে।
পুলিশ সূত্রে খবর, তল্লাশি চালানোর সময়ই জঙ্গিরা তাদের দিকে গুলি ছুড়তে আরম্ভ করে। তারপরই তাদের পাল্টা গুলিতে প্রাণ হারায় জঙ্গিরা।
৬ জন জঙ্গির মধ্যে ২ জন পাকিস্তানি এবং ২ জন স্থানীয় জঙ্গির পরিচয় পাওয়া গেলেও বাকি ২ জনের পরিচয় এখনও অধরা। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইট করে এই ঘটনাকে ‘বড় সাফল্য’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের কথায়, নতুন বছর শুরুর আগে বড় নাশকতার ছক করছিল জঙ্গিরা।