৭৫ কিলোমিটার রাস্তা তৈরি হল মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটে অর্থাৎ সাড়ে চার দিনে। মহারাষ্ট্রের অমরাবতী থেকে আকোলা পর্যন্ত তৈরি এই দূরত্বের হাইওয়ে। ন্যূনতম সময়ে বৃহত্তম হাইওয়ে তৈরির শিখর স্পর্শ করে তা নাম তুলে ফেলল গিনেস বুক অব রেকর্ডসে (Guinness world records)। হাইওয়েটির নির্মাণ কাজ ৩ জুন অর্থাৎ শুক্রবার থেকে শুরু হয়েছে। ৭ জুনের মধ্যে শেষ হল এই সড়ক তৈরির কাজ। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার (National Highway Authority of India) এই সাফল্যের পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি (Nitin Gadkari)।
আরও পড়ুন: ইডেনের মেকওভার! সাজঘর থেকে ক্লাব হাউজ, খোলনলচে বদলে যাচ্ছে ক্রিকেটের নন্দন কানন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের (Guinness world records) দেওয়া সার্টিফিকেটে বলা হয়েছে, "৫৩ নং জাতীয় সড়কের ওপর ভারতের অমরাবতী ও আকোলা জেলার মধ্যে অ্যাসফল্ট বা বিটুমিনাস কনক্রিট দিয়ে তৈরি রাস্তা গড়ার কাজ ৩ জুন থেকে ৭ জুনের মধ্যে সম্পন্ন করে নতুন শিখর স্পর্শ করল রাজপথ ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড এবং জগদীশ কদম (উভয়েই ভারতের)"।
এই বিশেষ সার্টিফিকেটটি টুইট করেছেন নীতিন গডকড়ি (Nitin Gadkari) স্বয়ং। তিনি এই অভূতপূর্ব রেকর্ডের জন্য কৃতিত্ব দিয়েছেন সেই ৭০০ কর্মীর নিরলস পরিশ্রমকে, যাঁদের জন্য মাত্র ১০৫ ঘণ্টা ৩৩ মিনিটের মধ্যে এই রাজসূয় যজ্ঞ সম্পন্ন করা গেল।