মহারাষ্ট্রের (Maharashtra) সাংলি জেলায় একই পরিবারের ৯ জনের দেহ উদ্ধারকে। সাংলিতে (Sangli) মানিক এবং পোপাট ভ্যানমোর নামে দুই ভাইয়ের পরিবার থেকে একের পর এক মৃতদেহ কীভাবে উদ্ধার করা হল, তার খোঁজ শুরু করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে বিষ পান করে আত্মহত্যা করা হয়েছে বলেই পুলিশ মনে করছে।
মুম্বই শহর থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সাংলির মহিসালের একটি বাড়িতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেেন সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম, জানিয়েছেন সোমবার সকাল থেকে বাড়ি দুটির দরজা খোলেনি। অনেকক্ষণ দরজা না খুললে প্রতিবেশীদের সন্দেহ হয়, তারা দরজা খুলে দেখেন, ঘরের ভেতরে ৬টি দেহ পড়ে আছে। এরপর দ্বিতীয় বাড়ি থেকে আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।
Human skin in robot: জাতে রোবট, অথচ অবিকল মানুষের মতোই নরম ত্বক, সাড়া জাগানো আবিষ্কার জাপানে
মহারাষ্ট্রের সাংলির এই ঘটনা উস্কে দিয়েছে উত্তর দিল্লির বুরারি এলাকার ঘটনা। ২০১৮ সালে একই পরিবারের ১১ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে।