কলকাতার ছায়া এবার মুম্বইতে। সেখানেও সরকারি এক হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসকের গায়ে তোলার অভিযোগ উঠল। অভিযোগ উঠল, এক মত্ত রোগী ও তার আত্মীয়দের বিরুদ্ধে। শনিবার মধ্যরাতের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই রোগী ও তাঁর আত্মীয়রা। দোষীদের এখনও গ্রেফতার করতে পারেনি মুম্বই পুলিশ। পুলিশ জানিয়েছে, রাতে ডিউটি করার সময় ওই মহিলা চিকিৎসকের গায়ে তোলা হয়।
হাসপাতালের চিকিৎসক অক্ষয় মোরে জানিয়েছেন, বাইরে থেকে মারপিট করে শনিবার রাত দেড়টা নাগাদ হাসপাতালে এসেছিল ওই রোগী। তখনও সে মদ্যপ ছিল বলে অভিযোগ। ভোর সাড়ে তিনটে নাগাদ তাকে পাঠানো হয়েছিল অন্য একটি ওয়ার্ডে। সেইসময় ওই মহিলা চিকিৎসককে পেটানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
আরজি করের পর এবার সিয়ন হাসপাতাল। সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা কোথায় ? সেই প্রশ্ন তুলেছে অক্ষয় মোরে। তিনি জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ দোষীদের গ্রেফতার করতে না পারলে, তাঁরাও কর্মবিরতির পথেই হাঁটবেন। কারণ, হাসপাতালের মধ্যে তাঁদের কোনও নিরাপত্তা নেই বলেই অভিযোগ করা হয়েছে।