ভ্যালেন্টাইন্স ডে'র উপহার নিতে গিয়ে প্রতারিত হয়ে ৩ লক্ষ ৬৮ হাজার টাকা খোয়ালেন মুম্বইয়ের ৫১ বছরের এক মহিলা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই মহিলা প্রতারিত হয়েছেন বলে জানান এক পুলিশ আধিকারিক। খার পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত বুধবার ইনস্টাগ্রামের মাধ্যমে অ্যালেক্স লোরেঞ্জো পরিচয় দিয়ে একজন ওই বিবাহিত মহিলার সঙ্গে বন্ধুত্বস্থাপন করেন। অভিযোগ, ওই মহিলাকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে গিফট পার্সেল করছেন বলে ৭৫০ ইউরো দাবি করেন অভিযুক্ত অ্যালেক্স।
এরপর ক্যুরিয়ার সংস্থা থেকে একটি মেসেজ আসে ওই মহিলার কাছে। যেখানে বলা হয়, যেহেতু ইউরোপ থেকে আসা ওই পার্সেলটি প্রয়োজনের তুলনায় বেশি ভারি, তাই তাঁকে অতিরিক্ত ৭২,০০০ টাকা দিতে হবে। যা তিনি দিয়ে দেন। ফের ক্যুরিয়ার সংস্থার এক কর্মী ওই মহিলার সঙ্গে যোগাযোগ করে জানান যে, তাঁরা ওই পার্সেলে ইউরোপের কারেন্সি নোট পেয়েছেন। তাই আর্থিক জালিয়াতির খপ্পর থেকে বাঁচতে তাঁকে ২ লক্ষ ৬৫ হাজার টাকা দিতে হবে! ওই মহিলা সেই টাকাটিও দিয়ে দেন। তারপর ফের যখন আরও ৯৮ হাজার টাকা চাওয়া হয় তাঁর কাছে, তখনই ওই মহিলার সন্দেহ হয়। তিনি টাকা দেওয়া বন্ধ করলে অ্যালেক্স তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিতে থাকেন বলে অভিযোগ।
তারপরই ওই মহিলা পুলিশের কাছে যান। তদন্ত চালাচ্ছে পুলিশ। খোঁজ চলছে অভিযুক্তের।