রিসাইকেল করা প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট পরে সংসদে এসে বুধবার সকলের নজর কেড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার নজরে বিরোধী নেতার পোশাকও! কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বিলাসবহুল পোশাক প্রস্তুতকারী লুই ভিতোঁর (Louis Vuitton) ঘিয়ে উত্তরীয় পরে এসেছিলেন সংসদে। ওয়াকিবহালমহলের মতে, যার মূল্য প্রায় ৫৬ হাজার টাকা। আর, সেই উত্তরীয়কে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্কের আগুন।
আরও পড়ুন: সংসদে 'আদানি আদানি' রব বিরোধীদের, কী জবাব দিলেন প্রধানমন্ত্রী ?
বুধবারই সংসদে গৌতম আদানি (Gautam Adani) কাণ্ডে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি তুলেছিলেন খাড়গে। এবার সেই প্রসঙ্গ তুলেই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী পীষুষ গোয়েল। তিনি প্রশ্ন তোলেন- ''খাড়গে যে বহুমূল্য উত্তরীয়টি পরে এসেছেন, সেটি কোথা থেকে এলো কিংবা তার দাম কত, তা নিয়েও কি যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্ত করা হবে?
বিজেপি সাংসদের এই মন্তব্যের পর উত্তাল হয় সংসদ। বিতর্কের ঢেউ ছড়িয়ে পড়ে সংসদের বাইরেও। সোশ্যাল মিডিয়াতেও পড়ে বিতর্কের আঁচ। এই নিয়ে টুইট করেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা এবং বিজেপি ঘনিষ্ঠ পরিচালক বিবেক অগ্নিহোত্রীও।