রাস্তার পাশে বসেছিলেন এক ব্যক্তি। কয়েকটি কিশোর হেঁটে সেখানে গিয়ে দাড়াল। তারপরই এক কিশোর পকেট থেকে ওয়ান শটার বের করে বসে থাকা ব্যক্তির মাথায় গুলি করে চম্পট দিল। ঘটনাটি দিল্লির (Delhi crime) জাহাঙ্গিরপুরী এলাকার।
হাড় হিম করা এই ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সংবাদ সংস্থা এএনআই ওই ফুটেজটি টুইট করেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, রাস্তার পাশে বসে রয়েছেন এক ব্যক্তি। স্বাভাবিক ভাবে চার কিশোর হেঁটে সেখানে গিয়ে দাঁড়াল। আচমকাই তাদের মধ্যে এক জন পকেট থেকে ওয়ান শটার বের করে ওই ব্যক্তির কপালে ঠেকিয়ে গুলি করল। গুলি চালিয়েই ওই কিশোর এবং তার সঙ্গীরা সেখান থেকে দৌঁড়ে পালিয়ে গেল।
App Cab:চালকদের যাত্রা বাতিল কমাতে বিশেষ পদক্ষেপ নিল উবার
ঘটনার তদন্তে নেমে ওই চার নাবালককে ধরেছে পুলিশ। ব্যক্তির চোখে গুলি লেগেছে। গুরুতর জখম অবস্থায় তিনি এখন চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, প্রায় সাত মাস আগে ওই চার নাবালকের এক জনের বাবাকে মারধর করেছিলেন এক ব্যক্তি। সেই ঘটনার প্রতিশোধ নিতে ওই ব্যক্তিকে গুলি করেছে নাবালকটি।