চুরি করার পর সেই তল্লাটেই আর খোঁজ পাওয়া যায় না চোরের! এমনটাই দস্তুর। কিন্তু চোর চুরি করার পর নিজে থেকেই যদি ক্ষমা চায়, তাহলে? এমন অদ্ভুতুড়ে ঘটনাই সম্প্রতি সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এক টুইটার ব্যবহারকারী চোরের পাঠানো একটি ইমেল শেয়ার করেছেন যা দেখে স্তম্ভিত নেটাগরিকরা।
সেই ব্যক্তির ল্যাপটপ চুরি করে চোর নিজেই জানিয়েছে এই কাজ করে সে ক্ষমাপ্রার্থী। ই-মেলে চোর লিখেছে, "গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। আমার সত্যিই কিছু টাকার প্রয়োজন ছিল। ল্যাপটপটা ঘেঁটে আমি দেখেছি, আপনি কোনও গবেষণার কাজে ব্যস্ত আছেন। সেই ফাইলগুলি আপনাকে মেল করে দিলাম। আপনার যদি আরও কোনও তথ্যের প্রোয়জন হয়, তা হলে আপনি আমার সঙ্গে অবশ্যই সোমবার দুপুর ১২টার আগে যোগাযোগ করুন। তার কারণ, আমি ইতিমধ্যেই এই চুরি করার ল্যাপটপটির জন্য ক্রেতা খুঁজে পেয়ে গিয়েছি।’’
ল্যাপটপের মালিক ইমেলের একটি স্ক্রিনশটও প্রকার করেছেন টুইটারে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “গত রাতে ওরা আমার ল্যাপটপ চুরি করেছে এবং আমার ইমেল থেকেই আমাকে ইমেল পাঠিয়েছে। কী বলব আমি বুঝতেই পারছি না।”
এই চোর বা চোরদের প্রতি সহানুভূতি ঝরে পড়েছে নেটিজেনদের কমেন্টে। অনেকেই সরাসরি চোরদের পাশেও দাঁড়িয়েছেন।