দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতে কাজ করতে গিয়ে হেনস্থা হচ্ছেন হিন্দিভাষী পরিযায়ী শ্রমিকরা। এমনকী তাঁদের খুন করার হুমকিও দেওয়া হচ্ছে। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এই ধরণের ভিডিও। সেই ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ বিহার থেকে গ্রেফতার করা হল জনপ্রিয় এক ইউটিউবারকে। গ্রেফতার ওই ব্যক্তি নাম মণীশ ক্যাশপ। পশ্চিম চম্পারন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বিহার পুলিশ। এমনকী তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই তদন্ত শুরু করে তামিলনাড়ু পুলিশ। এই ব্যাপারে সাহায্য চাওয়া হয়েছিল বিহার পুলিশের। যৌথ রাজ্যের পুলিশের তদন্তে মণীশের নাম উঠে এসেছিল। ওই ইউটিউবারের বিরুদ্ধে একযোগে এফআইআর করেছিল দুই রাজ্যের পুলিশ। শুক্রবারই প্রাথমিক ভাবে হানা দেওয়া হয় মণীশের গ্রামের বাড়িতে।
বিহার পুলিশ টুইটে দাবি করেছে, কার্যত ভয় পেয়েই শনিবার স্থানীয় জগদীশপুর থানায় গিয়ে আত্মসমর্পণের চেষ্টা করেন ওই টিউইউবার। কিন্তু তাকে গ্রেফতার করে পুলিশ। তামিলনাড়ুতে ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগ এই নিয়ে তিনজনকে গ্রেফতার করা হল।