আধার কার্ড বানাতে আর বাধ্যতামূলক নয় আঙুলের ছাপ। নতুন নিয়ম জানাল কেন্দ্র। শনিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিশেষ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যাঁদের আঙুলের ছাপ নেওয়া সমস্যা তাঁদের চোখের মণি স্ক্যান করে আধার কার্ড তৈরি করা যাবে।
এমনকি যাঁদের আঙুলের ছাপ ও চোখের মণি—দুই ক্ষেত্রে সমস্যা রয়েছে তাঁদেরও আধার কার্ড বানাতে কোনও সমস্যা হবে না। সেক্ষেত্রে শুধুমাত্র যোগ্য আবেদনকারীর নাম, লিঙ্গ, ঠিকানা, জন্ম তারিখ আপলোড করে 'ব্যতিক্রমী' হিসেবে নথিভুক্ত করা হবে।
আরও পড়ুন - উত্তরপ্রদেশের নৈনিতাল হাইওয়েতে গাড়িতে আগুন, জীবন্ত দগ্ধ এক শিশু-সহ আট
হাতের আঙুল না থাকায় সম্প্রতি জোসিমল পি জোস নামে কেরলের বাসিন্দা এক মহিলা আধার কার্ড করাতে পারছিলেন না। পরে কেন্দ্রীয় তথ্য-প্রযুক্তি রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের হস্তক্ষেপে আধার কার্ড হয় ওই মহিলার। এরপরেই কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত।